thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

বাজারে মূলধনের নতুন মাইলফলক

২০২২ অক্টোবর ১৬ ১২:২৮:০১
বাজারে মূলধনের নতুন মাইলফলক

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে গত সপ্তাহে বাজার মূলধনে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। আলোচ্য সপ্তাহে সরকারি বন্ড লেনদেন চালু হওয়ায় বাজার মূলধনে বেড়েছে। তবে, বাজারে সূচক ও লেনদেন কমেছে। তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত।

সাপ্তাহিক বাজার পর্যালোনায় এসব তথ্য জানা গছে।

ঢাকা স্টক এক্চেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২১ হাজার ৬৭৬ কোটি ৪৫ লাখ ৬২ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ ৭ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১২ লাখ ৪৪ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৪২ হাজার ৩৯৩ কোটি ২ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৩১৫ কোটি ৯৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ লাখ ১২ হাজার ৭৯০ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৪৫ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরীয়া সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৪১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩০৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত আছে ১৬৬টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে ৭৩ কোটি ১৭ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৯ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৬ কোটি ১ লাখ ৯১ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১১০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৩৫ পয়েন্ট কমে ১১ হাজার ৪৫৪ পয়েন্টে, ডিএসই ৩০ সূচক ৮৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত আছে ১৩৪টির।

উল্লেখ্য, দেশের শেয়ারবাজারে গত সোমবার (১০ অক্টোবর) প্রথমবারের মতো সরকারি ২৫০টি ট্রেজারি বন্ড চালু হয়েছে। পরের দিন মঙ্গলবার ৩টি বন্ড বেচাকেনার মধ্য দিয়ে সেগুলোর লেনদেন শুরু হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর