thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

শিবচরে আগুনে পুড়ে গেছে আটটি দোকান

২০২২ অক্টোবর ১৬ ১২:৩৭:৫০
শিবচরে আগুনে পুড়ে গেছে আটটি দোকান

দ্য রিপোর্ট প্রতিবেদক:মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে গেছে আটটি দোকান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার মাদবরেরচর হাটে এ আগুনের সূত্রপাত হয়

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পরে। আগুনে সুমন বেপারীর ইলেকট্রনিক দোকান,বাবুল মাদবরের মুদি দোকান, তাজেল মাদবর ও আনোয়ার ফকিরের ভুসি মালের দোকান, বাবুল মোল্ল্যা, আবদুর রহমান খান ও মিজান ফকির চায়ের দোকান এবংআলামীনের সেলুনের দোকান পুরোপুরি পুড়ে যায়। পরে ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে ফায়ার সার্ভিস সদস্যরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তরুনুর রহমান জানান, ভোরে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর