thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শচীনের চোখে বিশ্বকাপ ফাইনাল খেলবে যারা

২০২২ অক্টোবর ১৯ ১৩:৪৬:৪২
শচীনের চোখে বিশ্বকাপ ফাইনাল খেলবে যারা

দ্য রিপোর্ট ডেস্ক:২০০৭ সালের পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি ভারত। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে দ্বিপাক্ষিক সিরিজে হারিয়ে প্রস্তুতি শেষ করেছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও রোমাঞ্চকর জয় পেয়েছে। শচীন টেন্ডুলকার চান, ভারত এবার চ্যাম্পিয়ন হোক। সেমিফাইনালে কারা খেলবে, সেই ভবিষ্যদ্বাণীও করলেন ভারতীয় ব্যাটিং গ্রেট।

আগামী ২২ অক্টোবর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ। প্রথম রাউন্ড থেকে চারটি দল যোগ দিবে আগেই সেরা ১২-তে স্থান নেওয়া আট দলের সঙ্গে।

শচীনের মতামত অনুযায়ী, প্রথম রাউন্ডে খেলা কোনও দল সেমিফাইনালে যেতে পারবে না। তার বিশ্বাস, ভারতের সঙ্গে সেরা চারে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান।

স্পোর্টস্টারকে শচীন বললেন, ‘চ্যাম্পিয়ন! আমি চাই ভারত চ্যাম্পিয়ন হোক। আমার শীর্ষ চার দল হচ্ছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।’

নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে ডার্ক হর্স মনে করছেন শচীন, ‘নিউ জিল্যান্ড ডার্ক হর্স, দক্ষিণ আফ্রিকাও। কারণ তারা কন্ডিশন সম্পর্কে জানে এবং দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বর-অক্টোবরে এই ধরনের কন্ডিশন থাকে।’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর