thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

স্কটল্যান্ডের বিপক্ষে জয় আয়ারল্যান্ডের

২০২২ অক্টোবর ১৯ ১৩:৫১:৩৭
স্কটল্যান্ডের বিপক্ষে জয় আয়ারল্যান্ডের

দ্য রিপোর্ট ডেস্ক:স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে আয়ারল্যান্ড। স্কটিশদের তারা হারিয়েছে ৬ উইকেটে।

ওভালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটিশরা। ম্যাচটি দুই দলের জন্যই ছিল সমান গুরুত্বপূর্ণ। জিতলে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে স্কটল্যান্ডের। অন্যদিকে ম্যাচ হারলে বিশ্বকাপ খেলা অনিশ্চিত পড়বে আয়ারল্যান্ডের কাছে। এ সমীকরণ ছিল দুই দলের সামনে। তবে বাদ পড়ার শঙ্কা জয় দিয়ে উড়িয়ে দিলো আইরিশরা।

আগে ব্যাট করা স্কটল্যান্ড নির্ধারিত সংগ্রহ করে ৫ উইকেটে ১৭৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন জোনস। আইরিশ বোলারদের মধ্যে কার্টিস ক্যাম্পার ২টি উইকেট শিকার করেছেন।

জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। মূলত বল হাতে ২ উইকেট নেওয়া কার্টিস ক্যাম্পার ব্যাট হাতে ৩২ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংসের কল্যাণেই জয় নিশ্চিত হয় আয়ারল্যান্ডের।

এই জয়ের ফলে সুপার টুয়েলভ এ যাওয়ার সম্ভাবনা বেশ ভালো ভাবে বেচে রইলো আয়ারল্যান্ডের।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর