thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

খুলনার সমাবেশে যেতে পথে পথে  বাধার অভিযোগ বিএনপির

২০২২ অক্টোবর ২২ ১২:৫২:২৬
খুলনার সমাবেশে যেতে পথে পথে  বাধার অভিযোগ বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক:খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ আজ শনিবার। বেলা ৩টায় শুরু হবে এ সমাবেশ। কর্মসূচি সফল করতে নগরীর ফেরিঘাট মোড়ের সোনালী ব্যাংক চত্বরে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে দলটি।সমাবেশস্থলে পৌঁছাতে পথেও নানা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন সমাবেশে আসা নেতাকর্মীরা।

জ্বালালি তেল, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, কর্মীদের নিহত হওয়ার প্রতিবাদসহ খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ করছে বিএনপি।

খুলনা নগরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে দুপুরে এ গণসমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশস্থলে পৌঁছাতে পথেও নানা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন সমাবেশে আসা নেতাকর্মীরা।

পরিবহন ধর্মঘটের কারণে বিভিন্ন জেলার নেতাকর্মী ট্রেনে ও ট্রলারে করে সমাবেশের আগের রাতেই সমাবেশস্থলে হাজির হন। রাতে উপস্থিত নেতাকর্মীরা সমাবেশস্থলের রাস্তায় আর ফুটপাতে প্লাস্টিকের বস্তা, পাটি পেতে ঘুমিয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর