thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইর কারিগরি সমস্যা, তদন্ত করবে বিএসইসি  

২০২২ অক্টোবর ২৫ ০০:৪৫:৩৫
ডিএসইর কারিগরি সমস্যা, তদন্ত করবে বিএসইসি
 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ অক্টোবর) কারিগরি ত্রুটির কারণে প্রায় তিন ঘণ্টা লেনদেন বন্ধ ছিল। বিষয়টি খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএসইতে লেনদেন বন্ধ হওয়ার কারণ খতিয়ে দেখতে বিএসইসির পরিচালক আবুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন-বিএসইসির উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, সিসিবিএলের সিটিও এম. ইমাম হোসাইন, সিডিবিএলের জিএম মো. মঈনুল হক ও বিএসইসির সহকারী পরিচালক মুহাম্মদ দস্তগির হোসেন।

জানা গেছে, কী কারণে ডিএসইতে লেনদেন বন্ধ হয়েছে, এর জন্য কারা দায়ী তা খতিয়ে দেখবে কমিটি।

উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হওয়ার পর ১০টা ৫৮ মিনিটে হঠাৎ ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার ৩ ঘণ্টা ১২ মিনিট পর ২টা ১০ মিনিটে ডিএসইতে আবার লেনদেন শুরু হয়। যা চলে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

লেনদেন বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে ডিএসই থেকে দুঃখ প্রকাশ করেছে। তবে কারিগরি ত্রুটির কারণে বাজারে লেনদেনে বড় পতন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর