thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তা করতে বিএনপি নেতাকর্মীদের আহবান

২০২২ অক্টোবর ২৫ ১১:১৪:২০
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তা করতে বিএনপি নেতাকর্মীদের আহবান

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঘূর্ণিঝড় সিত্রাংয়ে উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে আশ্রয়ে নেওয়া এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ অক্টোবর) রাতে বিএনপি মহাসচিবের উদ্ধৃতি দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে এবং তাদের সহযোগিতা করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর স্থানীয় কমিটিগুলোসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ঘূর্ণিঝড় আঘাত হানার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামগ্রিক সহযোগিতা করার জন্যেও নেতাকর্মীদের প্রতি এবং একইসঙ্গে উপকূলীয় অঞ্চলের মানুষকে ধৈর্য ধরে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সর্বশেষ খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় চিত্রাংয়ের আঘাতে দেশের বিভিন্ন জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এতে উপকূলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২৪ অক্টোবর) রাতের প্রথম ভাগে আঘাত হানা ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর