thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

পদত্যাগ করছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স

২০২২ অক্টোবর ২৬ ০১:২৫:৫২
পদত্যাগ করছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স

দ্য রিপোর্ট ডেস্ক:সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। এমন ভরাডুবিতে নিজ দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দলের কোচ ফিল সিমন্স। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দায়িত্ব ছাড়বেন তিনি।

পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে সোমবার সিমন্স বলেন, 'আমি স্বীকার করছি এটা শুধু দলের নয়, আমাদের পুরো জাতির জন্যও কষ্টের। এটা হতাশার এবং অন্তরে আঘাত করার মতো। আমরা যথেষ্ট ভালো ছিলাম না। এখন আমাদের মাঠের বাইরে বসে থেকে একটা টুর্নামেন্ট দেখতে হবে। এটা মানার মতো নয় এবং এজন্য আমি আমাদের ভক্ত ও অনুসারীদের কাছে ক্ষমা চাচ্ছি।'

এর আগে ২০১৬ সালে সিমন্সের অধীনে
উইন্ডিজরা দ্বিতীয় বারের মত বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।

এরপর ২০১৯ সালের অক্টোবরে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পান তিনি। টি-টোয়েন্টি দলে ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, কিরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলের মতো তারকা ক্রিকেটারদের নিয়ে গত বিশ্বকাপে বাজে খেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল উইন্ডিজ। তাদের বদলে পরে দলে সুযোগ দেয়া হয় তরুণ ক্রিকেটারদের।

আগামী ৩০ নভেম্বর ও ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সাথে তাদের মাটিতেই দুইটি টেস্ট খেলবে উইন্ডিজরা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর