thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খাদ্যদ্রব্যের দাম কমবে না বরং আরও বাড়বে- স্বরাষ্ট্রমন্ত্রী

২০২২ অক্টোবর ২৬ ১৪:২৯:২১
খাদ্যদ্রব্যের দাম কমবে না বরং আরও বাড়বে- স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:খাদ্যদ্রব্যের দাম কমবে না বরং আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেন ও রাশিয়া হলো বিশ্বের খাদ্য ভাণ্ডার। সেই দুদেশেই যুদ্ধ চলছে।

তাই খাদ্যাভাব দেখা দিচ্ছে। যারা ভাবছে খাদ্য পণ্যের দাম কমবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এসব সমস্যা সমাধানে অনেক চেষ্টা করছেন। ডিসেম্বর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে। ’

নির্বাচনের কথা টেনে মন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম দখল করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে ক্ষমতায় আসলে সেটা জনগণ মেনে নিবে না। নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসতে হবে। ’

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর