thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ডুবে যাওয়া ড্রেজার থেকে আরও ২ লাশ উদ্ধার

২০২২ অক্টোবর ২৭ ১২:১৩:৫৪
ডুবে যাওয়া ড্রেজার থেকে আরও ২ লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক:বঙ্গোপসাগরের মিরসরাই উপকূলে ডুবে যাওয়া ড্রেজার থেকে আলম সরদার (৬০) ও শাহিন মোল্লা (৪৫) নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শাহিন মোল্লা ও বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় আলম সরদারের লাশ ড্রেজারের ভেতর থেকে মাটিচাপা অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিদল।

শাহিন মোল্লা পটুয়াখালী সদর উপজেলার আনিচ মোল্লার বড় ছেলে ও আমল সরদার একই উপজেলার নুরু সরদারের ছেলে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বুধবার রাতে আলম সরদার ও বৃহস্পতিবার সকালে শাহিন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ড্রেজারডুবির ঘটনায় ৬ জনের লাশ উদ্ধার করা হলো। নিখোঁজ বশর হাওলাদার ও তারেক মোল্লার লাশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর