thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এবার বিএনপি সফল হবে - মির্জা ফখরুল

২০২২ নভেম্বর ০১ ১১:০১:৩৮
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এবার বিএনপি সফল হবে - মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণ আবারও আন্দোলনের জন্য প্রস্তুত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুর্গাপূজা পরবর্তী এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে দুর্গাপূজা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। সেখানে যোগ দেন দলের সিনিয়র নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। সরকারবিরোধী আন্দোলনে সাধারণ মানুষও বিএনপির সঙ্গে সস্পৃক্ত হয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, মানুষ আবারও জেগে উঠেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এবার বিএনপি সফল হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আজ দেশ-জাতি সংকটে। সবাইকে একটি কথা মনে রাখতে হবে, আমরা এখন বিপদ ও সংকটে রয়েছি। সেই সংকটটি হলো অস্তিত্বের সংকট, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংকট, গণতন্ত্রের সংকট। এই সংকট আমাদের কাটিয়ে উঠতে হবে।

তিনি বলেন, মানুষ চায় দেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষের অধিকার সুরক্ষিত হোক। আজ আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে যে আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনে লাখ-লাখ সাধারণ মানুষ উপস্থিত হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর