thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজপথ আওয়ামী লীগের, বিএনপির না - কাদের

২০২২ নভেম্বর ০৬ ০১:৫৮:১৮
রাজপথ আওয়ামী লীগের, বিএনপির না - কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপিকে এখন ছাড় দেয়া হচ্ছে কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে কাদের এ কথা বলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামাতে হবে বিএনপিকে। তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছেন। এ তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। এই রাজপথ আওয়ামী লীগের, বিএনপির না। নির্বাচন করেই ক্ষমতায় আসতে হবে বিএনপিকে।

কাদের বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ হটিয়ে খালেদা জিয়াকে ক্ষমতায় বসানো এই স্বপ্ন কার্পুরের মত উড়ে যাবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ৷ সভা পরিচালনা করেন ঢাকা উত্তর আওয়া লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি ৷

সমাবেশ আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ক ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য এটিএম রহমতুল্লাহ ও মহানগরের নেতারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর