thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আওয়ামী লীগ দাঁড়ালে পালানোর পথ পাবে না বিএনপি- কাদের

২০২২ নভেম্বর ০৭ ১৮:৫০:২৭
আওয়ামী লীগ দাঁড়ালে পালানোর পথ পাবে না বিএনপি- কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ডাক দিলে লক্ষ লক্ষ লোক জড়ো হবে। আওয়ামী লীগ দাঁড়ালে পালানোর পথ পাবে না বিএনপি। সময় আসলে আন্দোলন কী, তা বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাখা বক্তব্য়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল টাকার বস্তার ওপর বসে আছে। টাকা খরচ করছে। জনগণকে সরকার পতনের উস্কানি দিচ্ছে বিএনপি। সাধারণ মানুষের প্রতি বিএনপির কোনো দরদ নেই। এদের দরদ ক্ষমতার ময়ূর সিংহাসনের প্রতি।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগে কোনো পকেট কমিটি হবে না। কর্মী যাদের চায়, যারা ত্যাগী তারাই নেতৃত্বে আসবে। অন্যদিকে, দুর্নীতির দায়ে তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলনের কথা বলে। আসলে তারা পুরনো হাওয়া ভবন ফেরত পাবার আন্দোলনের পথ খুঁজছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর