thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বিশ্ব কি আবারো দেখবে ভারত পাকিস্তান ফাইনাল!

২০২২ নভেম্বর ০৮ ১২:০৯:২০
বিশ্ব কি আবারো দেখবে ভারত পাকিস্তান ফাইনাল!

দ্য রিপোর্ট ডেস্ক: ভারত-জিম্বাবুয়ে ম্যাচে দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সুপার টুয়েলভ পর্ব। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত এবং পাকিস্তান।

গ্রুপ-১ থেকে চ্যাম্পিয়ন হিসেবে নিউজিল্যান্ড আর রানারআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ-২ থেকে চ্যাম্পিয়ন হয়ে ভারত এবং রানারআপ হয়ে পাকিস্তান সেমিফাইনালে উঠেছে।

এবারের আসরে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে যদি নিজেদের ম্যাচে জয় পায় তাহলে ২০০৭ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের।

নিচে সেমিফাইনাল এবং ফাইনালের সময়সূচি দেয়া হলো-

প্রথম সেমিফাইনাল-

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান,
৯ নভেম্বর (বুধবার), দুপুর ২টা, সিডনি।

দ্বিতীয় সেমিফাইনাল-

ভারত বনাম ইংল্যান্ড,
১০ নভেম্বর (বৃহস্পতিবার), দুপুর ২টা, অ্যাডিলেড ওভাল।

ফাইনাল

১৩ নভেম্বর (রোববার), দুপুর ২টা, মেলবোর্ন।

বৃষ্টির কারণে নির্ধারিত দিনে খেলা না হলে সেমিফাইনাল ও ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর