thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

দেশে ডলারের কোনো সংকট নেই- পররাষ্ট্রমন্ত্রী

২০২২ নভেম্বর ০৮ ১৯:২০:৩৬
দেশে ডলারের কোনো সংকট নেই- পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে ডলারের কোনো সংকট নেই বলে। এমন দাবি করে তিনি বলেন, বর্তমানে দে‌শে ৩৪ থে‌কে ৩৫ বিলিয়ন ডলার রিজার্ভ আছে।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দে‌শে ২০০১-০৬ সালে রিজার্ভের পরিমাণ ছিল মাত্র ৩ বিলিয়ন ডলার। এটার ম‌ধ্যেই ওঠানামা করত। এখন ৩৪ থে‌কে ৩৫ বিলিয়ন ডলার। এখন কোনো ডলার সংকট নেই আমাদের, ডলা‌রের অভাব নেই। এটা নিয়ে মি‌ডিয়া বি‌ভিন্ন রক‌ম প্রচারণা কর‌ছে।

তিনি আরও ব‌লেন, অনেক দুষ্টু লোক এলসিতে ওভার ইনভয়েস এর মাধ্যমে বিদেশে টাকা পাচার করে। এগু‌লো চেক করা প্রয়োজন। প্রায়ই আপনা‌দের মি‌ডিয়া‌তে শু‌নি বি‌দে‌শে টাকা পাচার হয়। এ ব‌্যাপা‌রে সরকার অ‌্যাকশন নি‌চ্ছে, এটা ভা‌লো। সরকার সবগু‌লো ডকু‌মেন্ট যাচাই-বাছাই ক‌রে দেখ‌ছে।

এলসি নিয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এটা বাংলাদেশে ব্যাংক বা বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে ব‌লে জানান মন্ত্রী।

দেশে গ‌্যাস-‌বিদ‌্যু‌তের কার‌ণে উৎপাদন ব‌্যাহত হ‌চ্ছে। সরকার কী ধর‌নের ব‌্যবস্থা নি‌চ্ছে, এ প্রশ্নের জবাবে মো‌মেন ব‌লেন, এটা সত‌্য। অন‌্যান‌্য দেশ এটা রেশ‌নিং ক‌রে‌ছে। উন্নত দেশও রেশ‌নিং ক‌রে‌ছে মূলত যু‌দ্ধের কার‌ণে। এ‌তে ক‌রে সাপ্লাই চেইনও ব‌্যাহত হ‌য়ে‌ছে। বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার ব্রুনাই, কাতার থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও ব‌লেন, দু‌নিয়া‌তে সব জায়গায় গ‌্যা‌সের সংকট। জার্মানি চায়না থে‌কে গ‌্যাস নি‌তে চায়। চায়না স্বপ্রণো‌দিত হ‌য়ে ব‌লে‌ছে, তারা আমাদেরও সহ‌যো‌গিতা কর‌বে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর