thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ফেব্রুয়ারিতে আইএমএফ ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে- অর্থমন্ত্রী 

২০২২ নভেম্বর ০৯ ২০:৩২:৪৩
ফেব্রুয়ারিতে আইএমএফ ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে- অর্থমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামী ফেব্রুয়ারিতে আইএমএফ ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘বাংলাদেশের চাহিদা মতো ঋণ দিবে আইএমএফ। ঋণের প্রথম কিস্তি আগামী ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। ’

বুধবার (৯ নভেম্বর) বেলা ৩টা ২০ মিনিটে দিকে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘আইএমএফ যেসব শর্ত দিয়েছে, সেগুলো আমাদের নিজেদের জন্যই বাস্তবায়ন করা দরকার। ’

রিজার্ভ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে ৩৫-৩৬ বিলিয়নের মতো রিজার্ভ রয়েছে। আমরা ২০০৯ সালে যখন শুরু করি তখন মাত্র ৭ দশমিক ৫ বিলিয়ন ছিল। আমরা সেটিকে ৪৮-৪৯ বিলিয়নে নিয়েছি। ’

‘এখন কারও অবস্থা ভালো নেই। তারপরও আমাদের অবস্থা অন্যদের তুলনায় ভালো। আশেপাশের সকল দেশগুলোর রিজার্ভের পরিসংখ্যান দেখতে পারেন,’ যোগ করেন থেকে আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, যেভাবে আমরা চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে ঋণের সব প্রক্রিয়া শেষ হবে। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ পর্যন্ত ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর