thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে অপসারণ করা হবে- মির্জা ফখরুল

২০২২ নভেম্বর ০৯ ২০:৪০:৪৪
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে অপসারণ করা হবে- মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৪ বছরে সরকার রাজনৈতিক, অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে। সবকিছুকে দলীয়করণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। রিজার্ভের পরিমাণ কমে আসছে। আমদানি নির্ভর হওয়াতে দেশের এ অবস্থা।

বুধবার (৯ নভেম্বর) বিকালে গুলশানে তিনটি দলের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, সরকার বিচার বিভাগকে দলীয়করণ করেছে। কর্তৃত্ববাদী সরকারকে সরাতে হবে। আমরা একমত হয়েছি সরকারকে অপসারণে বিষয়ে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে অপসারণ করা হবে। পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিচার বিভাগকে ঢেলে সাজানো হবে।

তিনি বলেন, আগুন সন্ত্রাসে আওয়ামী লীগের লোকজন জড়িত। সবকিছুর মূলে রয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ। আন্দোলনে ভীত হয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে আওয়ামী লীগ। অগ্নি সন্ত্রাস করে বিএনপি কোনদিন ক্ষমতায় যায়নি, যাবেনাও। আন্দোলনকে ভিন্নখাতে নিতে এসব কথা বলছে আওয়ামী লীগ।

চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিএনপি প্রধানের মুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনটি দলের সাথে গুলশানে বিএনপি চেয়ারপার্সন অফিসে সংলাপ করেছে বিএনপি।

মাইনরিটি জনতা পার্টি চেয়ারম্যান সুকৃতি মন্ডল, বাংলাদেশ ন‍্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশ সাম‍্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম স্ব স্ব দলের নেতৃত্ব দেন।

বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর