thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে আনপ্রেডিক্টেবল পাকিস্তান

২০২২ নভেম্বর ০৯ ২০:৪২:১৮
নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে আনপ্রেডিক্টেবল পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক:টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে টপকে যায় পাকিস্তান।

পাকিস্তানি ব্যাটারদের মধ্যে রিজওয়ান ৪৩ বলে ৫৭ রান সংগ্রহ করেন। আরেক ওপেনার অধিনায়ক বাবর আজম সংগ্রহ করেন ৪২ বলে ৫৩ রান। দুজনের ১০৫ রানের জুটিই মূলত পাকিস্তানের জয়ের ভীত গড়ে দেয়। তবে বাবর আজম আর রিজওয়ান আউট হলেও শেষ পর্যন্ত মোহাম্মদ হারিসের ৩০ রানের সুবাদে বেগ পেতে হয়নি পাকিস্তানকে। ২ রান বাকি থাকতে আউট হয়ে ফিরে যান হারিসও।

তবে শান মাসুদের ব্যাটে আসে ম্যাচ উইনিং শট। আর এতেই ৭ উইকেটের পাওয়া জয়ে কিউইদের হারিয়ে এবারের আসরের ফাইনালে পৌঁছে গেলো আনপ্রেডিক্টেবল পাকিস্তান।

এর আগে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন।

তবে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোচট খায় দলটি। প্রথম ওভারেই ওপেনার ফিন এলেনকে মাত্র ৪ রানের মাথায় এলবিডব্লুর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান বাহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। এরপর অবশ্য উইলিয়ামসন ও আরেক ওপেনার ডেভন কনওয়ে চেষ্টা করছিলেন দলকে এগিয়ে নেয়ার। কিন্তু দলীয় ৩৮ রানের মাথায় ২০ বলে ২১ রান করা কনওয়ে রান আউটে কাটা পড়েন।

যদিও টিকে থাকেন কিউই ক্যাপ্টেন উইলিয়ামসন। চার নম্বরে ব্যাট করতে নামা গ্লেন ফিলিপসও ফিরে যান দ্রুত মাত্র ৬ রান করে নাওয়াজের বলে আউট হয়ে।

অবশ্য একপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়াতে থাকেন উইলিয়ামসন। তার সঙ্গে যোগ দেন ড্যারেল মিশেলও। দুজনের ৬০ রানের জুটিতে ভর করে নির্ধারিত ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮০ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি, মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট শিকার করেছেন।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর