thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন:উভয়কক্ষে এগিয়ে রিপাবলিকানরা

২০২২ নভেম্বর ১০ ১১:৩৮:৪০
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন:উভয়কক্ষে এগিয়ে রিপাবলিকানরা

দ্য রিপোর্ট ডেস্ক:তবে কি কংগ্রেস রিপাবলিকানদের দখলেই যাচ্ছে? এখন পর্যন্ত দুই কক্ষেই এগিয়ে আছে দলটি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে রিপাবলিকান পার্টি ৪৯ আসন পেয়ে এগিয়ে আছে। ডেমোক্রেট পার্টি পেয়েছে ৪৮ আসন। মার্কিন এই উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৫০টি আসন।

অন্যদিকে রিপাবলিকান দলের প্রার্থীরা প্রতিনিধি পরিষদ বা হাউজ অব রিপ্রেজেন্টেটিভের যে নিয়ন্ত্রণ নিচ্ছে তা প্রায় অনেকটাই নিশ্চিত। সবশেষ যে ফলাফলের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে প্রতিনিধি পরিষদে ২০৭টি আসন নিয়ে এগিয়ে আছে রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটরা পেয়েছে ১৮৮টি।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হবে ২১৮টি আসন। প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ হারানোর অর্থ মেয়াদের বাকী সময়টাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে তার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে বিস্তর বেগ পেতে হবে।

তবে সিনেটের চূড়ান্ত ফলাফল নির্ভর করছে কয়েকটি অঙ্গরাজ্যের ওপর যার পূর্বাভাস এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ হয়। এ নির্বাচনে সিনেটের ৩৫টি আসনে এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ৪৩৫টি আসনের সবগুলোতে ভোট হয়েছে। পাশাপাশি এদিন ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও ভোট হয়েছে।

সিনেটে দুই পক্ষের উভয়েরই ৫০টি করে আসন থাকলেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটের কারণে উচ্চ কক্ষটির নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই ছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর