thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ফাইনালের লক্ষ্যে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত

২০২২ নভেম্বর ১০ ১১:৪১:৪৫
ফাইনালের লক্ষ্যে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত

দ্য রিপোর্ট ডেস্ক:এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ২য় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। দুই দলেরই লক্ষ্য ফাইনাল। তবে ক্রিকেট প্রেমিদের চাওয়া যেহেতু পাকিস্তান ফাইনালে পৌঁছে গেছে তাই এবার ফাইনালে যাক ভার‍ত।

যদি ভক্তদের চাওয়া মত ভারত আজ জিতে যায় তাহলে ১৩ নভেম্বরের ফাইনালে ২০০৭ বিশ্বকাপ ফাইনালের মতো আরও একবার ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে তার আগে ইংল্যান্ড বাধা টপকাতে হবে রোহিত শর্মার দলকে।

গ্রুপ দুই-এ থাকা ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে সেমিফাইনালে। অন্যদিকে গ্রুপ একের দল ইংল্যান্ড গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে শেষ চারে। সেদিক থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে ভারত।

কিন্তু গোল বলের ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে দল ভালো করবে সেই দলই জিতে যাবে। সেই আশা নিয়েই আজ মাঠে নামবে ইংলিশরা।

বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ২য় সেমিফাইনাল।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর