thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালে বৃষ্টির শঙ্কা

২০২২ নভেম্বর ১১ ১৬:২৭:২৭
পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালে বৃষ্টির শঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক:মেলবোর্নে আকাশের অবস্থা সামনের দিনগুলোতে উদ্বেগজনক। বৃষ্টি মাটি করে দিতে পারে ইংল্যান্ড ও পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে দুই দল। ওই দিন বৃষ্টি হলে বিকল্প দুটি রাস্তা খোলা- রিজার্ভ ডে এবং ট্রফি ভাগাভাগি।

শুক্রবার সকালে ব্যুরো অব মেটিওরোলজি এক বিবৃতিতে জানায়, রোববার ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে ৯৫ শতাংশ। তারা বলছে, ‘বৃষ্টির প্রবল শঙ্কা (প্রায় ১০০ শতাংশ)। ব্রজসহ ভারি বৃষ্টিপাত হতে পারে।’

‘আমি মনে করি আমরা একটা ভালো দল। আমার মনে হয় পারফরম্যান্স সম্ভবত সেখান থেকেই আসে।’- বললেন বাটলার। ইংল্যান্ডের ব্যাটিং লাইনে টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত তুখোড় সব ব্যাটসম্যান। বৃহস্পতিবার সেমিফাইনালে তো অ্যালেক্স হেলসকে নিয়েই জয়ের স্বাদ পেলেন বাটলার।

ব্যাটিং লাইনে আছেন বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলীর মতো দুর্দান্ত ব্যাটসম্যান। ইংল্যান্ডের অধিনায়ক দলের শক্তিমত্তা নিয়ে আশাবাদী, ‘দলে কয়েকজন চমৎকার খেলোয়াড় আছে। যখন তারা তাদের সেরাটা খেলে, তখন আমাদের হারানো খুব কঠিন। অবিশ্বাস্যরকম বিপজ্জনক দল, দলে সবার মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস।’

সেমিফাইনালে ইনজুরির কারণে খেলেননি ব্যাটসম্যান ডেভিড মালান ও ফাস্ট বোলার মার্ক উড। মালানের বদলে নামা ফিল সল্টকে ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি। উডের জায়গায় খেলে ম্যাচসেরা বোলিং ফিগারের দেখা পেয়েছেন ক্রিস জর্ডান, ৪৩ রান দিয়ে ৩ উইকেট।

মালান ও উডকে ফাইনালে পাওয়ার ব্যাপারে বাটলার বললেন, ‘আমরা দেখবো সামনে তাদের অবস্থা কী হয়। আশা করি তারা ফাইনালে নির্বাচনের জন্য সুযোগ পাবে।’

অন্যদিকে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনের মুখোমুখি হতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। দলের মেন্টর ও গত বিশ্বকাপের ব্যাটিং কোচ ম্যাথু হেইডেনের মতে, পাকিস্তানের পেস বিভাগই হবে ইংল্যান্ডের বিপক্ষে সাফল্যের চাবিকাঠি।

সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বললেন, ‘এটা অবশ্যই, তাই নয় কি- মানসম্পন্ন ফাস্ট বোলিং বনাম মানসম্পন্ন ব্যাটিং। এজন্যই আপনি ম্যাচ দেখবেন।’ হেলস-বাটলারদের সামলাতে সব দিক থেকে তৈরি দল, বললেন হেইডেন, ‘আমাদের চারজন দ্রুতগতির বোলার আছে যারা সত্যিই ছাপ রাখতে পারে এবং ২০ ওভারের মধ্যে প্রতিপক্ষের ব্যাটিংয়ের বেশ ক্ষতি করতে পারে।’

ইংল্যান্ডের কাছে ভারতের হারের কারণ খুঁজে পেয়েছেন হেইডেন। যে ঘাটতি নিজেদের মাঝে নেই বললেন আত্মবিশ্বাসী কণ্ঠে, ‘যেটা আমি মনে করি গত রাতে ভারত তাদের বোলিং বিভাগে একজন লেগ স্পিনিং বিকল্পের অভাববোধ করেছিল, সত্যিকারের একজন ষষ্ঠ বোলিং বিকল্প। আমাদের দলে ছয়জন প্রকৃত বিকল্প আছে এবং প্রয়োজনে সপ্তমজনও আনা যাবে। তাই আমি মনে করি, সব দিক থেকে আমরা তৈরি।’

বিশ্বকাপের আগে পাকিস্তানে কাটানো সময় কাজে লাগবে মনে করেন বাটলার, ‘আমি মনে করি পাকিস্তানে যে সময় আমরা পেয়েছিলাম, সেটা ছিল দলের জন্য দারুণ।’ এমসিজির ফাইনাল নিয়ে রোমাঞ্চিত ইংলিশ ওপেনার, ‘এটা হতে যাচ্ছে চমৎকার উপলক্ষ। এটা অবশ্যই এমন কিছু যা অর্জন করার ও উপভোগ করার। আমি শুধু আমাদের একই স্বাধীনতা নিয়ে খেলতে উৎসাহিত করতে চাই।’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর