thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইর পদোন্নতি কান্ডের লিখিত ব্যাখা চেয়েছে বিএসইসি

২০২২ নভেম্বর ১১ ১৬:৩৫:০৩
ডিএসইর পদোন্নতি কান্ডের লিখিত ব্যাখা চেয়েছে বিএসইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে পদোন্নতি বিতর্কের জবাব চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন। গতকাল বৃহস্পতিবার ডিএসইর উচ্চ পর্যায়ের এক দলের সাথে আলোচনায় বসে বিএসইসি কমিশনারঅধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

ডিএসই গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ডিএসই বোর্ড সভায় সর্বশেষ ১৮ কর্মকর্তার পদোন্নতি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ডিএসই পদোন্নতি দিয়েছিল ৯৫ জনের। ৮ জন কর্মকর্তার ডাবল প্রমোশনের খবর প্রকাশ পেয়েছিলো গণমাধ্যমে। যার প্রেক্ষিতে তলব করা হয় ডিএসইকে।ডিএসই মৌখিকভাবে এসব অনিয়মের ব্যাখ্যা দিয়েছে। তবে বিএসইসি তাদের এক সপ্তাহের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে।

বৈঠকে ডিএসইর পক্ষ থেকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদারের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর