thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

যুবদল নেতা ইউসুফকে তুলে নেওয়ার অভিযোগ

২০২২ নভেম্বর ১২ ১০:০১:৩৫
যুবদল নেতা ইউসুফকে তুলে নেওয়ার অভিযোগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ বিন জলিলকে শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৫টার দিকে কক্সবাজারের রামু থেকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন যুবদলের সাবেক সহ-সভাপতি ইউসুফ বিন জলিল।

শুক্রবার ভোর ৫টায় র‌্যাব-১৫ এর লোকজন তাকেসহ কয়েকজনকে রামু এলাকা থেকে তুলে নিয়ে যায়। পরে বাকিদের ছেড়ে দিলেও তাকে ছাড়েনি। এখন তাকে তুলে নেওয়ার কথা স্বীকার করছে না।

এ ঘটনায় তিনিসহ তার পরিবারের লোকজন গভীরভাবে উদ্বিগ্ন। তাকে অবিলম্বে পরিবারের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন। রিজভী জোর দিয়ে বলেন, তাকে র‌্যাব-১৫ এর লোকজনই তুলে নিয়ে গেছে। তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মিডিয়া কো-অর্ডিনেটর আসিফ সোহান জানান, মির্জা আব্বাসের ভাগ্নে মির্জা কালুকে র‌্যাব-১৫ আটক করেছে। এ বিষয়ে শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রিজভী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর