thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর নির্বাচন হবে না- ফখরুল

২০২২ নভেম্বর ১২ ২১:৪৪:৩৩
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর নির্বাচন হবে না- ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার এ দেশের মানুষের মনের দাবি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর নির্বাচন হবে না।’ তিনি বলেন, ‘বিগত ২ নির্বাচনে আপনারা মানুষকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে নির্বাচন নির্বাচন খেলা করে ক্ষমতায় চলে গেছেন। এই বার আমরা ঘুরে দাঁড়িয়েছি। মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এইবার দেশে আর কোনো নির্বাচন হবে না, যতক্ষণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হবে।’

শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ফখরুল বলেন, সংবিধানেতো কখনোও তত্ত্বাবধায়ক ছিল না, তখন সব দল মিলে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে। তিনি বলেন, আমার ভোট দেব, যাকে খুশি তাকে দেব কিন্তু বর্তমান সরকার বলে তোমার ভোট আমি দেব। তাই এ সরকারকে আর ক্ষামতায় রাখা যাবে না। তাদের বিদায় করতে হবে।

তিনি বলেন, যারা খুন, হত্যা, গুম করে তারা কিভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠিক রুপ দেবেন বরং তাদের কাছে গণতন্ত্র নিরাপদ নয়। যারা বিরোধী দলকে সমাবেশ করতে দেয় না, বিরোধী দলেন ওপর অত্যাচার চায়, তারা কিভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠিক রূপ দেবে প্রশ্ন ফখরুলের।

ফখরুল বলেন, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এ মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

মির্জা ফখরুল বলেন, গত এক যুগে এই সরকারের আমলে ১০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশের সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করছে। সরকার কোথায় চুরি করেনি? মেগা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে। এখন বলছে রিজার্ভের টাকা চিবিয়ে খায়নি। আমরা বলি আপনারা রিজার্ভের টাকা চিবিয়ে নয় গিলে খেয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর