thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

অনাচার বন্ধ করেন, অন্যথায় ভালো হবে না- ডা. জাফরুল্লাহ

২০২২ নভেম্বর ১২ ২১:৪৮:০০
অনাচার বন্ধ করেন, অন্যথায় ভালো হবে না- ডা. জাফরুল্লাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংঘাত থেকে বের হয়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান তিনি। ১৭ নভেম্বর ভাসানীর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে এই সমাবেশ অুনষ্ঠিত হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, এই সরকারের পররাষ্ট্রনীতি ভালো নয়। প্রতি সপ্তাহে ভারত সীমান্তে আমাদের একজন করে লোক মারা যাচ্ছে। আজকে বাংলাদেশের অবস্থা মৃত্যু আর মৃত্যু। এর জন্য দায়ী কে?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রমান্বয়ে ভুলে পথে যাচ্ছেন, যা বলেন তা করেন না। আলেমরা জেলে আছেন। কিন্তু তাদের মুক্তি দিচ্ছেন না। আমি বলছি, অনাচার বন্ধ করেন, অন্যথায় ভালো হবে না।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, প্রধানমন্ত্রী নিজের ও দেশের বিপদ ডেকে আনছেন। তার উদ্দেশে বলছি, দিনকে দিন বলতে শিখুন। ন্যায় নীতি মানতে শিখুন।

এসময় ১৭ নভেম্বর ভাসানীর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর