thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

দেশে দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই- খাদ্যমন্ত্রী

২০২২ নভেম্বর ১২ ২১:৪৯:৩৩
দেশে দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই- খাদ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশে দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, চলতি আমন মৌসুমে উত্তরাঞ্চলে ধানের ভালো ফলন হয়েছে। বাজারে ধানের ভালো দামও পাচ্ছেন। এতে খুশি কৃষকরা।

শনিবার বেলা ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলায় ধানের মাঠ ও পাকা ধান কাটা মাড়াই পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমনের ধান ছাড়াও সামনে ইরি মৌসুম আসছে। তাই দেশে খাদ্য ঘাটতি বা দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই। এজন্য আতঙ্কিত হয়ে অবৈধভাবে ধান মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না।

সাধন‌ চন্দ্র মজুমদার বলেন, মাঠে ৪৯ জাতের একটি ধান দেখলাম। এটি একটি চিকন জাতের ধান। কৃষকদের সঙ্গে কথা বলে জানলাম, এই ধান তারা বিঘাতে ২৪ মণ হারে পাচ্ছেন। এবছর সরকার কৃষককে নায্য মূল্য দিতে ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করবে। আমরা আশা করছি, কেউ সিন্ডিকেট করে কোনোভাবেই কৃষককে ঠকাতে পারবে না।

এছাড়া বাজার ও সংগ্রহ কার্যক্রম তদারকি করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

মজুদ পরিস্থিতি ভালো রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি গুদামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুদ আছে। তারপরও কৃষকরা যেন ধানের ন্যায্যমূল্য পায়, ক্ষতিগ্রস্ত না হয় এবং ভোক্তারা যেন নায্যামূল্যে চাল পায় এজন্য প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে ধান ক্রয় আরও বাড়ানো হতে পারে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর