thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ

২০২২ নভেম্বর ১৪ ১১:০৮:২৬
আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ

দ্য রিপোর্ট ডেস্ক:আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হলেন সৌরভ গাঙ্গুলী।

আইসিসির দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। বার্কলে ছাড়াও আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হিসেবে থাকছেন জয় শাহ।

গত নভেম্বরে অনিল কুম্বলের জায়গায় আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন সৌরভ। কুম্বলে প্রায় নয় বছর এই কমিটির চেয়ারম্যান পদে ছিলেন।

গ্রেগ বার্কলেকে ২০২০ সালের নভেম্বরে আইসিসি চেয়ারম্যান করা হয়। তিনি এর আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং ২০১৫ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পরিচালক ছিলেন।

জয় শাহকে আর্থিক কমিটির প্রধান করা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, প্রত্যেক সদস্য জয় শাহকে অর্থ এবং বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হিসেবে মেনে নিয়েছেন।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর