thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে নামছে ২০টি দল

২০২২ নভেম্বর ১৬ ১০:৫৪:০৭
মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে নামছে ২০টি দল

দ্য রিপোর্ট ডেস্ক: চার দিন বাদেই প্রথমবারের মত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। যেখানে অংশ নিবে ফিফা অন্তর্ভুক্ত ৩২ টি দল। বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে কাতারে পা রাখা শুরু করেছে দলগুলো।

আগামী ২০শে নভেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারের ৫টি শহরের ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। ২৯ দিনের লম্বা এই লড়াইয়ে আল খুরের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে কাতার এবং ইকুয়েডর।

আসল লড়াই শুরু হওয়ার আগে আসরে অংশ নেয়া ২০টি দল প্রস্তুতি ম্যাচে খেলবে।

প্রস্তুতি ম্যাচের সময়সূচিগুলো নিচে দেওয়া হলোঃ

১৫ নভেম্বর- সেনেগাল বনাম কাজাখাস্তান

১৬ নভেম্বর-সংযুক্ত আরব আমিরাত বনাম আর্জেন্টিনা

১৬ নভেম্বর- ইরান বনাম তিউনিশিয়া

১৬ নভেম্বর- সৌদি আরব বনাম ক্রোয়েশিয়া

১৬ নভেম্বর- পোল্যান্ড বনাম চিলি

১৭ নভেম্বর- মেক্সিকো বনাম সুইডেন

১৭ নভেম্বর- কানাডা বনাম জাপান

১৭ নভেম্বর- জর্ডান বনাম স্পেন

১৭ নভেম্বর- ইরাক বনাম কোস্টারিকা

১৭ নভেম্বর- মরক্কো বনাম জর্জিয়া

১৭ নভেম্বর- সুইজারল্যান্ড বনাম ঘানা

১৮ নভেম্বর- ক্যামেরুন বনাম পানামা

১৮ নভেম্বর- পর্তুগাল বনাম নাইজেরিয়া

১৮ নভেম্বর- মিশর বনাম বেলজিয়াম

১৮ নভেম্বর- বাহরাইন বনাম সার্বিয়া

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর