thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

‘খালেদা জিয়ারই পদত্যাগ করা উচিত’

২০১৩ নভেম্বর ১২ ১৫:৫৫:১৭
‘খালেদা জিয়ারই পদত্যাগ করা উচিত’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রধান বিরোধী দলের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ নয় বরং বিরোধী দলের নেতার পদ থেকে খালেদা জিয়ারই পদত্যাগ করা উচিত।’

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে ১৪ দলের সঙ্গে তরিকত ফেডারেশনের মতবিনিময় সভা শেষে যৌথ সংবাদ সম্মেলনে নাসিম এ কথা বলেন।

তিনি বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার আগে শেখ হাসিনা কেন পদত্যাগ করবেন? বরং খালেদা জিয়া বিরোধীদলীয় নেতার সকল সুযোগ-সুবিধা ভোগ করেও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করছেন। এ জন্য তারই বিরোধীদলীয় নেতার পদ থেকে পদত্যাগ করা উচিত।’

নাসিম অভিযোগ করেন, ‘বিরোধীদলীয় নেত্রীর আহবানে দেশে হত্যা, নৈরাজ্য, অরাজকতা, হানাহানি, অগ্নিসংযোগ, জ্বালাওপোড়াও হচ্ছে। তিনি জাতীয় সংসদকে অবজ্ঞা করছেন। তারই পদত্যাগ করা উচিত।’

সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা সংলাপ চাই কিন্তু কোনভাবেই অগণতান্ত্রিক বা অশুভ শক্তির কাছে নতি স্বীকার নয়। আওয়ামী লীগ বা ১৪ দল শেখ হাসিনার মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করবে না।’

সংবাদ সম্মেলনে তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সর্বদলীয় সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করবে তার দল।’

মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সর্বদলীয় সরকারের অধীনেই আমরা নির্বাচনে অংশ নিবো। বিরোধী দলের নির্বাচন বানচালের আন্দোলন সর্বশক্তি দিয়ে প্রতিহত করবো।’

তিনি বলেন, ‘দেশ ও জাতি আজ দু-ভাগে বিভক্ত। এক স্বাধীনতার স্বপক্ষের শক্তি অন্যটি স্বাধীনতার বিপক্ষের শক্তি। আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন জঙ্গী-হেফাজত-জামায়াত-শিবিরের তাণ্ডব ও নাশকতা থেকে দেশকে বের করে আনতে না পারবো।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্ত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য আবদুর রহমান, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদ আলী খান, গণআজাদী লীগের সভাপতি আবদুস সামাদ প্রমুখ।

তরিকত ফেডারশনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব লায়ন এমএ আউয়াল, সভাপতিমণ্ডলীর সদস্য হাবিবুল বশর মাউজ ভান্ডারী, রেজাউল হক চাঁদপুরী, শাহমিনার আল কাদেরী নন্দনপুরী প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এএ/এমএইচও/এমএআর/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর