thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ভারত সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

২০২২ নভেম্বর ২৬ ১১:৩৩:৩০
ভারত সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক:আসন্ন ভারত সিরিজের জন্য ১৬ সদস্যর বাংলাদেশ ওয়ানডে দল সাজিয়েছেন নির্বাচকরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয় ।

ঘোষিত দলে কোনো চমক নেই। নেই কোনো নতুন মুখও। টি-টোয়েন্টি দলে বিবেচনায় না আসা দুই সিনিয়র মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদকেও রাখা হয়েছে দলে।

গত আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে না থাকা সাকিব আল হাসান এবারের দলে। তবে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং পেসার শরিফুল ইসলাম।

আগামী ৪ ডিসেম্বর শেরে বাংলায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়াডেতে মুখোমুখি হবে দুই দল আর ৭ ডিসেম্বর হোম অব ক্রিকেটেই দ্বিতীয় ওযানডে। এরপর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১০ ডিসেম্বর; চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ভারত সিরিজের জন্য ১৬ সদস্যর বাংলাদেশ দল-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, কাজি নুরুল হাসান সোহান।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর