thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

কুমিল্লায় বিএনপির সমাবেশস্থলে মোবাইল ইন্টারনেট বন্ধ

২০২২ নভেম্বর ২৬ ১৩:০৯:১৩
কুমিল্লায় বিএনপির সমাবেশস্থলে মোবাইল ইন্টারনেট বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: শনিবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে কুমিল্লায় বিএনপির সমাবেশ। কিন্তু সমাবেশস্থল ও আশেপাশের অন্তত এক কি.মি এলাকায় শুরুতে মোবাইল ইন্টারনেটে ধীরগতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইলে ইন্টারনেট অনেকটা বন্ধ হয়ে যায়।

এতে সম্মেলন কাভার করতে যাওয়া সাংবাদিক ও সম্মেলনে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মীরা ভোগান্তিতে পড়েছেন। নগরীর টমছম ব্রিজ, চকবাজার, টাউন হল ও এর আশেপাশের এলাকা, মনোহরপুর, বাদুরতলা, ঝাউতলা ও নজরুল অ্যাভিনিউ, শাসনগাছা এলাকায় কোনো ধরনের মোবাইল ইন্টারনেট সেবা কাজ করছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

কান্দিরপাড় এলাকার ইন্টারনেট ব্যবসায়ী জহিরুল ইসলাম ও আক্তার হোসেন বলেন, মোবাইলে ইন্টারনেট সেবা বিঘ্নিত হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় সমস্যা হচ্ছে না।

বেলা পৌনে ১২টায় গ্রামীন ফোনের কেন্দ্রীয় কাস্টমার কেয়ারে যোগাযোগ করার পর সেখানে কর্মরত খাদিজা আক্তার বলেন, বড় সমাবেশ হলেই ইন্টারনেট সেবা বন্ধ বা কম থাকবে এমন হওয়ার কথা না, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর