thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ- কাদের

২০২২ নভেম্বর ২৭ ১২:২৫:৫১
নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ- কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: গণতন্ত্রের বিকাশে আওয়ামী লীগের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ সময়ের ব্যাপার, যা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব নয়। ’

রোববার (২৭ নভেম্বর) শহীদ ডা. মিলন দিবসে ঢাকা মেডিকেল কলেজে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ।

বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে আসা। ’

১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সামনে ঘাতকের গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। দিবসটিতে বিএনপি, বামজোট, ৯০ এর স্বৈরাচার বিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ডা. মিলনের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর