thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

আজ মুখোমুখি আর্জেন্টিনা ও পোলান্ড

২০২২ নভেম্বর ৩০ ১১:৫৮:০৮
আজ মুখোমুখি আর্জেন্টিনা ও পোলান্ড

দ্য রিপোর্ট ডেস্ক:বিশ্বকাপে সুপার সিক্সটিনের টিকিট হাতে পাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামবে আর্জেন্টিনা ও পোল্যান্ড। এর আগে বিশ্ব মঞ্চে দুইবারের দেখায় একটি করে জয় দুই দলের। সেই সমতা ভাঙতে চাইবে দুই দলই।

আজ বুধবার ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে দোহারের স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত একটায়। ম্যাচটি দিয়ে দীর্ঘ ৪৪ বছর পর আবারাও বিশ্বকাপ আসরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। শেষবার ১৯৭৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপে সেই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা।

এখন পর্যন্ত সব মিলিয়ে ১১ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পোল্যান্ড। যেখানে ছয়টিতে জিতেছে আর্জেন্টিনা, অন্যদিকে পোলিশদের জয় তিন ম্যাচে। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। ১৯৬৬ সালে প্রথম মুখোমুখি হয় এই দুই দল। সবশেষ ২০১১ সালে প্রীতি ম্যাচে ২-১ গোলে পোল্যান্ডের কাছে হেরে যায় আর্জেন্টিনা।

বিশ্বকাপ মঞ্চে এই নিয়ে তৃতীয়বারের মতো পরস্পরের মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পোল্যান্ড। আগের দুই দেখায় দুই দলের জয় একটি করে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর