thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আমিনবাজার থেকে  যুবদল সভাপতি  টুকু আটক

২০২২ ডিসেম্বর ০৪ ০১:৪৬:৩০
আমিনবাজার থেকে  যুবদল সভাপতি  টুকু আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীর বিএনপির গণসমাবেশ থেকে ঢাকা ফেরার পথে আমিনবাজার এলাকায় তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

রাত সোয়া ১১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, এসময় যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়। রাজশাহী গণসমাবেশ থেকে ফেরার পথে আমিন বাজারে এলে তাদের গাড়ি থেকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রুহুল কবির রিজভী।এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে অবিলম্বে আটক যুবদল নেতাদের মুক্তি দাবি করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর