thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ মার্কিন রাষ্ট্রদূতের

২০২২ ডিসেম্বর ০৯ ০০:২২:৪৬
রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ মার্কিন রাষ্ট্রদূতের

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানী ঢাকায় চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত।

বিবৃতিতে পিটার হাস বলেন, আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদনে উদ্বিগ্ন। আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

একইসঙ্গে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে হতাহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস। বিবৃতিতে বলা হয়, মার্কিন দূতাবাস গতকাল (বুধবার) ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা সরকারকে সহিংসতার এই প্রতিবেদনগুলো তদন্ত করতে এবং মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে উৎসাহিত করছি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর