thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

১১ ডিসেম্বর হানাদার মুক্ত হয় মুন্সিগঞ্জ

২০২২ ডিসেম্বর ১১ ১২:৩১:০৮
১১ ডিসেম্বর হানাদার মুক্ত হয় মুন্সিগঞ্জ

দ্য রিপোর্ট প্রতিবেদক:আজ ১১ ডিসেম্বর, মুক্তিযুদ্ধের এই দিনে কাক ডাকা ভোরে হানাদারমুক্ত হয় রাজধানী ঢাকার উপকণ্ঠ মুন্সিগঞ্জ। পাক সেনাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় আসে।

আগের দিন ১০ ডিসেম্বর মধ্যরাতে শহরের সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে পাক হানাদারবাহিনীর ক্যাম্প আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। এ সময় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ শুরু হয়।

গোলা-বারুদের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো শহর। একপর্যায়ে ১১ ডিসেম্বর কাক-ডাকা ভোরে পিছু হটে পাক-সেনারা। হানাদারবাহিনী ক্যাম্প ছেড়ে পালিয়ে গেলে ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নেয় মুক্তিযোদ্ধারা।

এরই মধ্য দিয়ে মুন্সিগঞ্জ হানাদারমুক্ত ঘোষণা করা হয়। জয়-উল্লাসে ফেটে পড়েন মুক্তিযোদ্ধারা। তারা কলেজের ছাত্রাবাসের ৪ তলার ছাদে উড়ান স্বাধীন বাংলার লাল-সবুজের পতাকা।

ইতিহাস বিজরিত গৌরবোজ্জ্বল দিনটি উপলক্ষে মুন্সিগঞ্জে আজ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ শহর ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মুক্ত দিবস পালনে ব্যাপক আয়োজন করেছে বলে জানা গেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর