thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বিদায়বেলায় যে বার্তা দিলেন রোনাল্ডো

২০২২ ডিসেম্বর ১২ ০০:৪৩:৫৪
বিদায়বেলায় যে বার্তা দিলেন রোনাল্ডো

দ্য রিপোর্ট ডেস্ক:পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এটা মেনে নিতে পারছেন না রোনাল্ডো। কারণ এই পর্তুগিজ নাবিকের হাতেই তো বদলেছে ফুটবলের অনেক রঙ, মোহে ভরেছে অনেক প্রেমময় রাত-দিন। তারপরও শেষ বিশ্বকাপ মাঝপথে শেষ করা রোনাল্ডোকে ভোগাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার বার্তায় সেকথাও অনেকটা পরিষ্কার করেছেন এই তারকা।

সামাজিক মাধ্যমে রোনাল্ডো লিখেছেন- পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং উচ্চাভিলাষী স্বপ্ন। সৌভাগ্যবশত, পর্তুগালসহ আন্তর্জাতিক পর্যায়ে আমি অনেক শিরোপা জিতেছি। কিন্তু বিশ্বকাপ জিতে পর্তুগালের নাম সর্বোচ্চ পর্যায়ে লেখা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি ওই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করেছি, লড়াই করেছি।’

রোনাল্ডো আর লিখেছেন- ‘১৬ বছরের ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপ খেলেছি। বড় খেলোয়াড়দের পাশে পেয়েছি। লাখ লাখ পর্তুগিজের সমর্থন পেয়েছি। সবটা উজাড় করে খেলেছি। মাঠে সর্বোচ্চটা দিয়েছি। কখনো ভয়ে লড়াই করা থেকে মুখ ফিরিয়ে নেইনি। কখনো স্বপ্ন দেখা ছাড়িনি। দুঃখের বিষয় হলো, গতকাল ওই স্বপ্ন শেষ হয়ে গেছে। এই কষ্ট বোঝানোর মতো নয়।’

শেষ দুই ম্যাচে পর্তুগালের বেঞ্চে ছিলেন রোনাল্ডো। বদলি হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। যে কারণে তাকে নিয়ে, কোচকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, মন্তব্য করা হয়েছে। তাতে তার মনোযোগ একটু স্বপ্ন থেকে সরেনি।

তিনি বলেন, ‘আপনাদের জানাতে চাই যে, আমাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে, লেখা হয়েছে, ধারণা করা হয়েছে। তাতে পর্তুগালের প্রতি আমার আত্মনিবেদন একটুও কমেনি। আমি সবসময় সকলের সঙ্গে লড়াই করার মন্ত্রে অবিচল ছিলাম এবং আমার সতীর্থ ও দেশের দিক থেকে কখনও মুখ ফিরিয়ে নেইনি। আর কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার, যতক্ষণ স্বপ্ন টিকে ছিল তা সুন্দর ছিল।’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর