thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

পররাষ্ট্রমন্ত্রীর  সঙ্গে বৈঠকে  ভারতের হাইকমিশনার 

২০২২ ডিসেম্বর ১৪ ১২:১৬:১০
পররাষ্ট্রমন্ত্রীর  সঙ্গে বৈঠকে  ভারতের হাইকমিশনার 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা মঙ্গলবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

ড. মোমেন গত ১-৩ ডিসেম্বর আসামে শিলচর-সিলেট ফেস্টিভ্যালে অংশ নেওয়ার কথা উল্লেখ করে ভারত সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা আলোচনা করেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও জোরদার করার জন্য উভয় দেশের প্রধানমন্ত্রী অনেক সময় বোঝাপড়া ও সহযোগিতার জন্য অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তাদের নির্দেশনা অনুসরণ করে এই উৎসবটি দুই দেশের মধ্যে সংযোগ, ঐতিহ্য, ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ভাষাগত সম্পর্ককে পুনর্বিবেচনার মাধ্যমে সম্পর্ক জোরদার করা যায়।

পররাষ্ট্রমন্ত্রী গুয়াহাটি-ঢাকা বিমান সার্ভিস পুনরায় চালু করার ওপর জোর দেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং সামষ্টিক সমৃদ্ধি নিশ্চিত করতে গুয়াহাটি-সিলেটের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এবং সিলেট-শিলচরের মধ্যে সরাসরি বাস সার্ভিস চালুর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রী ভারতের জি-২০ সভাপতির মেয়াদে ‘অতিথি দেশ’ হিসেবে বাংলাদেশকে জি-২০ বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।

তিনি উল্লেখ করেন, এটি আঞ্চলিক যোগাযোগ স্থাপনে আমাদের ভাবমূর্তি বজায় রাখবে। তিনি কোভিড-১৯, ইউরোপের সংকট, জলবায়ু এবং এসডিজি বাস্তবায়ন অর্থায়নের সম্মিলিত চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার আহ্বান জানান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর