thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

অনন্য কীর্তির সামনে ফরাসী গোলরক্ষক

২০২২ ডিসেম্বর ১৮ ২০:০৮:২২
অনন্য কীর্তির সামনে ফরাসী গোলরক্ষক

দ্য রিপোর্ট ডেস্ক:কাতার বিশ্বকাপে লিলিয়ান থুরামকে পেছনে ফেলে ফরাসিদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন গোলরক্ষক হুগো লরিস। ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের হাতছানি এখন তাঁর সামনে।

২০০৮ সালে অভিষেকের দুই বছরের মধ্যে তিনি ফ্রান্সের অধিনায়ক হন। ২০১০ থেকে কাতার বিশ্বকাপ নিয়ে খেলছেন চতুর্থ বিশ্বকাপ। খেলোয়াড় হিসেবে দুই বিশ্বকাপ জেতার রেকর্ডে বেশ কয়েকজনই আছেন। গোলরক্ষক হিসেবে দুই বিশ্বকাপ জয় করেছেন ব্রাজিলের গিলমার নেভেস। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের গোলরক্ষক ছিলেন তিনি।

কিন্তু অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের তালিকায় নেই একজনও। এমনকি গোলরক্ষক-অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ডও কারো ঝুলিতে নেই।

কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে জিতলেই সেই অনন্য রেকর্ড গড়ে ফেলবেন লরিস। প্রথম অধিনায়ক তো বটেই, প্রথম গোলরক্ষক-অধিনায়ক হিসেবেও টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার সামনে এই ফরাসি তারকা।

এক সপ্তাহ পর ৩৬ বছরে পা দেবেন লরিস। নাটকীয় কিছু না ঘটলে এই ফাইনালই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ। শেষ বেলায় তাঁর সামনে জোড়া বিশ্বকাপ জয়ের হাতছানি।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর