thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

 সরকারের এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ- ওবায়দুল কাদের

২০২২ ডিসেম্বর ২২ ১৭:২০:৫১
 সরকারের এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ- ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা অন্তত ১০ জনের আছে, জাতীয় সম্মেলনে দল সভাপতির ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ২২তম জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শনে গিয়ে এসব কথা বলের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি জানান, শনিবার স্মরণকালের সর্ববৃহৎ সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারের সম্মেলন সংকটময় সময়ে হচ্ছে বলেও মন্তব্য তার।

নতুন সরকার পরিচালনার জন্য প্রস্তুতির কথা সামনে এনে কাদের জানান, আওয়ামী লীগ সরকারের এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। পাশাপাশি আগামী নির্বাচনের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথাও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর পর জাতীয় সম্মেলন করার বিধান রয়েছে। সেই ধারায় আগামী শনিবার অনুষ্ঠিত হবে দলের ২২ তম জাতীয় সম্মেলন। রাজপথে বিরোধীদের আন্দোলন মোকাবিলা ও জাতীয় নির্বাচন সামনে রেখে এবারের সম্মেলনকে গুরত্বপূর্ণ হিসেবে দেখছেন দলটির নেতা-কর্মীরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর