thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

বিশ্বের গণ্ডি পেরিয়ে মহাকাশে অলিম্পিক মশাল

২০১৩ নভেম্বর ১২ ১৬:৪১:২২
বিশ্বের গণ্ডি পেরিয়ে মহাকাশে অলিম্পিক মশাল

দিরিপোর্ট২৪ ডেস্ক : বিশ্ব মাতিয়ে এবার অলিম্পিক মশাল গেল মহাবিশ্বে। বিশ্বের সবচেয়ে বড় ও প্রাচীন এ আসরের মশাল নিয়ে মহাবিশ্বের বুকে দৌড়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন রাশিয়ার দুই নভোচারী। খবর ভয়েস অব আমেরিকা ও রেডিও রাশিয়ার।

রাশিয়ার নভোচারী ওলেগ কোতোভ ও সের্গেই রিজানস্কি শনিবার মশালটিকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বাইরে নিয়ে যান। তারা আলাদাভাবে মশালটিকে হাতে ধরে ছবি তোলেন। তবে নিরাপত্তার কারণে মশালটি মহাকাশে জ্বালানো হয়নি। এ সময় প্রায় এক ঘন্টা মশালটি খোলা আকাশে ছিল।


এই প্রথম অলিম্পিক মশালকে কোনো নভোযানের বাইরে নিয়ে যাওয়া হলো। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত অলিম্পিকে মশাল মহাকাশে নেওয়া হলেও তা নভোযানের বাইরে নেওয়া হয়নি।


মহাকাশে মশালটি জ্বালানো না হলেও ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি রাশিয়ার সোচিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মশালটি জ্বলে উঠবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মশালটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। সোমবার মশালটিকে পৃথিবীতে ফিরিয়ে আনেন তিন সদস্যের নভোচারী দল।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর