thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মাত্র ২২৭ রানে অলআউট বাংলাদেশ

২০২২ ডিসেম্বর ২২ ১৭:৩৬:১৬
মাত্র ২২৭ রানে অলআউট বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:মিরপুরে সিরিজের ২য় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২২৭ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। মূলত ভারতীয় পেসার উমেশ যাদব ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ের কাছেই পরাস্থ হয়েছে টাইগার ব্যাটাররা।

টসে জিতে ব্যাটিং বেছে নেয়া বাংলাদেশের ওপেনিং জুটিতে আসে ৩৯ রান। আগের টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করা জাকির হাসান এদিন ফিরে গেছেন ১৫ রান করে। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত করেন ২৪ রান। জাকির আউট হয়ে ফিরে যান পেসার উমেশ যাদবের বলে আর অশ্বিনের শিকার হয়ে ফিরে যান শান্ত।

তবে টাইগারদের ত্রাতা হয়ে ছিলেন আগের ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া সাবেক টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক। তিনে নেমে একপাশ আগলে রেখে তুলে নেন নিজের ফিফটি। অবশ্য তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি।

সাকিব লাঞ্চের পর প্রথম বলে আউট হয়ে ফিরে যান ১৬ রান করে। লিটন দাসের ব্যাট থেকে আসে ২৫ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম সংগ্রহ করেন ২৬ রান। এছাড়া মিরাজের ব্যাট থেকে আসে ১৫ রান।

শেষ পর্যন্ত ৭৩.৫ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ২২৭ রানে।

ভারতীয় বোলারদের মধ্যে পেসার উমেশ যাদব চারটি, রবিচন্দ্রন অশ্বিন চারটি আর ১২ বছর পর টেস্ট খেলতে নামা উনাদকাট শিকার করেছেন দুই উইকেট।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর