thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মার্চে ঢাকা আসছেন আর্জেন্টিনার  পররাষ্ট্রমন্ত্রী 

২০২২ ডিসেম্বর ২২ ১৭:৩৮:০৪
মার্চে ঢাকা আসছেন আর্জেন্টিনার  পররাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামী মার্চে ঢাকা সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। সেই সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূত ব্রাজিলে যিনি (সাদিয়া ফয়জুননেসা) ওনার কাছ থেকে আজ একটা ই-মেইল পেয়েছি।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে বাংলাদেশে আসবেন। তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন।
মন্ত্রী আরও বলেন, আমি এটা জানার পর আমাদের রাষ্ট্রদূতকে বলেছি, আপনি দেখবেন; সঙ্গে করে মেসি এবং তার দলকে নিয়ে আসা যায় কি না। আমরা তাদের আতিথেয়তা দেবো। দেখা যাক আসে কি না।

ফুটবল কূটনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমাদের সমর্থকদের কারণে আর্জেন্টিনা-ব্রাজিলে আমাদের একটা ভালো অবস্থান হয়েছে। এটা ভালো হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই।

এর আগে, আর্জেন্টিনার জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। সেই চিঠির জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর