thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মিরপুরের সকালটা আজ তাইজুলময় 

২০২২ ডিসেম্বর ২৩ ১৩:২৬:৫২
মিরপুরের সকালটা আজ তাইজুলময় 

দ্য রিপোর্ট প্রতিবেদক:মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিন সকালটা কেবলই বাংলাদেশের দখলে। যেখানে মূল আলোটা একাই কেড়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

ঢাকা টেস্টের প্রথম দিনেই ২২৭ রানে থেমে গিয়েছিল বাংলাদেশ। জবাবে প্রথম দিন বিনা উইকেটে ১৯ রান নিয়ে শেষ করেছিল ভারত। দ্বিতীয় দিন সকালে নিজেদের সংগ্রহ আরও বাড়ানোর চেষ্টায় ছিল সফরকারীরা।

তবে তাইজুল ইসলামের ঘূর্ণিতে বারবার বাধার মুখে পড়েছে বিরাট কোহলি-চেতেশ্বর পূজারারা। মিরপুরে আজকের (টেস্টের দ্বিতীয় দিন) সকালের সেশনে ২৮ ওভার খেলে মোটে ৬৭ রান তুলতে পেরেছে ভারত। এরমধ্যে বাংলাদেশ শিকার করে নিয়েছে ৩ উইকেট। যার প্রত্যেকটি পকেটে পুরেছেন তাইজুল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৬ রান। মাঠে আছেন কোহলি এবং ঋষভ পান্ত। আউট হয়ে ফিরেছেন রাহুল, শুভমান এবং পূজারা।

অবশ্য ভারতের উইকেটের সংখ্যাটা ৩ না হয়ে ৫ হতে পারতো। যদি না মেহেদী মিরাজের বলে কোহলি আর ঋষভ পান্ত বেঁচে না যেতেন। মিরাজের বলে কোহলির ব্যাটের বাইরের কানায় লেগে পেছনে গেলেও, বলে নিচু থাকায় সেটি তালুবন্দি করতে পারেননি নুরুল হাসান সোহান।

অন্যদিকে কিছুটা আগ্রাসী খেলা ঋষভের একটি লেট কাট স্লিপের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাখির মতো লাফ দিয়ে বলটা প্রায় নিজের হাতে নিয়েই নিচ্ছিলেন লিটন দাস। তবে শেষ পর্যন্ত হাতের মধ্যে বলটি আটকে রাখতে পারেননি এই টাইগার ফিল্ডার। অবশ্য এই ক্যাচ ধরতে পারলে স্লিপ কর্ডনে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্যাচটিই নিজের নামে করে নিতে পারতেন লিটন।

এর আগে সকালে টানা বোলিং করা তাইজুল কিছু সময় পরপরই উইকেট শিকার করেছেন। রাহুলকে ফিরিয়েছেন ব্যক্তিগত ১০, শুভমানকে ২০ এবং পূজারাকে ২৪ রানে। এরমধ্যে পূজারার উইকেটে তাইজুলের চেয়েও বেশি কৃতিত্ব মুমিনুল হক। শর্ট ফাইন লেগে মুমিনুল যে ক্যাচ তালুবন্দী করেছেন, নিকট অতীতে বাংলাদেশের কেউ এমন ক্যাচ ধরেছে বলে ঠাওর করাটা কষ্টসাধ্যই হবে বটে।

অবশ্য পূজারা নিজেই তো বিশ্বাস করতে পারছিলেন না। তাই অন ফিল্ড আম্পায়ার পূজারাকে অধিকতর নিশ্চয়তা দিতে থার্ড আম্পায়ারের সাহায্যও নিয়েছেন। অবশেষে মাঠ ছেড়েছেন পূজারা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর