thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ঢাকা-মাওয়া এক্সপ্রেস রোডে ৫ কিলোমিটার যানজট

২০২২ ডিসেম্বর ২৩ ১৩:২৮:৩২
ঢাকা-মাওয়া এক্সপ্রেস রোডে ৫ কিলোমিটার যানজট

দ্য রিপোর্ট প্রতিনিধি:ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণবঙ্গগামী লেনে দীর্ঘ ৫ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। শুক্রবার (২৩ডিসেম্বর) ভোর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার লৌহজংয়ে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর পর্যন্ত এ যানজট দেখা দেয়।

তিন দিনের ছুটিতে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের যানবাহনের অত্যাধিক চাপের কারণে এমন যানজট সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, কয়েক দিনের ছুটির কারণে শুক্রবার ভোর থেকেই পদ্মা সেতুতে যানবাহন পারাপারে চাপ বাড়তে থাকে। যানবাহনের অত্যাধিক চাপের মুখে এক্সপ্রেসওয়েতে যানজট সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে। যানজট পদ্মা সেতুর টোল প্লাজা থেকে সমষপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ছাপিয়ে গেছে। ফলে যানবাহনগুলো ধীরে ধীরে চলাচল করছে। যানজট নিরসনে কিছু সময় লাগতে পারে।

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যবস্থাপক সজল তালুকদার জানান, কয়েক দিনের ছুটির কারণে দক্ষিণবঙ্গগামী যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এতে ভোর থেকে এক্সপ্রেসওয়েতে যানজট দেখা দেয়। তবে যানজটে কী পরিমাণ যানবাহন আটকা রয়েছে তা বলা মুশকিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর