thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ইআরএফের সভাপতি রেফায়েত,সাধারন সম্পাদক কাসেম

২০২২ ডিসেম্বর ২৪ ০১:০১:১৪
ইআরএফের সভাপতি রেফায়েত,সাধারন সম্পাদক কাসেম

দ্য রিপোর্ট প্রতিনিধি:অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সংগঠনইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা,৯১ ভোট পেয়ে ২ বছরের জন্য নির্বাচিত হন তিনি।দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ সংবাদদাতা আবুল কাশেম ১১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৩ ডি‌সেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেস ক্লাবের সা‌বেক সভাপতি শওকত মাহমুদ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া ১০৪ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির সালাহউদ্দিন বাবলু।

সহ-সাধারণ সম্পাদক পদে ডেইলি অবজারভারের মো. মিজানুর রহমান ও অর্থ সম্পাদক পদে রহিম শেখ জয়ী হয়েছেন।

ইআরএফের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বদিউল আলম, মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, মোহাম্মদ সাইফুল ইসলাম ও শাহ আলম নূর।

ইআরএফের ২৩০ ভোটারের মধ্যে ২০০ জন ভোট দেন।নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সা‌বেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর