thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

 শেখ হাসিনার কোনো বিকল্প নেই- ওবায়দুল কাদের

২০২২ ডিসেম্বর ২৪ ১৭:৩২:৪৭
 শেখ হাসিনার কোনো বিকল্প নেই- ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি আছেন বলেই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতু হয়েছে। সারা বিশ্ব অবাক।শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান।এমনকি চার নেতা হত্যার মূল মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান।মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। এসব ইতিহাস আমাদের ভুলে গেলে হবে না।
তিনি বলেন, আজকে মঞ্চ আলোকিত করে আছে বাংলাদেশের বাংলাদেশের রুপান্তরের রুপকার, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা । কে এই শেখ হাসিনা!! শি হ্যাজ শোউন আস আউট অব ডার্কনেস। ধংসস্তুপে দাঁড়িয়ে তিনি সৃষ্টির পতাকা ওড়ান। কে তিনি? ৪৭ বছরের সবচেয়ে জনপ্রিয় সাহসীও দক্ষ নেতা শেখ হাসিনা।
তিনি আরও বলেন, করোনার এই পরিস্থিতে আমরা কিছু বিপাকে। এই পরিস্থিতিও সামলে নিচ্ছেন শেখ হাসিনা। নিজ দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন তিনি। আজ আওয়ামী লীগের প্রতিপক্ষরা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। তাদের মনে জ্বালা, অন্তরজ্বালা। শেখ হাসিনা পদ্মা সেতু করেই ফেলল! ২৮ তারিখে মেট্রো রেল উদ্বোধন করবেন। ১০০ সড়ক উদ্বোধন করবেন। তারা জানে নির্বাচনে আসলে শেখ হাসিনার সাথে পারবে না। সেইজন্য সরকার হটানোর জন্য তারা বার বার চেষ্টা করেছে। তবে আওয়ামী লীগ প্রস্তুত। ১০ তারিখেও পারেনি, ৩০ তারিখে বিএনপি ঘোড়ার ডিম পাড়বে। খেলা হবে! আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা হবে, খেলা হবে। ভোট চুরি, দুর্নীতি,ভোট জালিয়াতি, ভুয়া ভোটার, অর্থ পাচার। লুটপাট ও হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। নির্বাচনে ও আন্দোলনেও খেলা হবে। শেখ হাসিনা ডাক দিলে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শপথ নিয়ে আপনারা প্রস্তুত থাকুন। সাম্প্রদায়িকতা ও আগুন সন্ত্রাস রুখতে ও জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। বাংলাদেশকে, মুক্তিযুদ্ধ ও উন্নয়নকে বাঁচাতে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর