thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না- ড.মঈন খান

২০২২ ডিসেম্বর ২৬ ১৬:০৯:০৭
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না- ড.মঈন খান

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, আমরা সরকারবিরোধী নই, সরকারের অন্যায় কাজের বিরোধী। সরকার অন্যায় করলে বিরোধী দল তার জবাবদিহিতা নিশ্চিত করবে। এটাই গণতন্ত্রের নিয়ম, আর বিএনপি তাই বিশ্বাস করে। প্রতিহিংসার রাজনীতি বিএনপি বিশ্বাস করে না।

তিনি বলেন, যে দল গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের কীভাবে বিশ্বাস করব। তারা কিভাবে স্বাধীনতার পক্ষের শক্তি হয়?

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছে। সরকারের অলিখিত বাকশাল কায়েম লিখিতের চেয়ে বেশি কার্যকর।

মঈন খান বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য জুলুম, খুন, গুম, অত্যাচার ও প্রশাসন যন্ত্র ব্যবহার করছে। সাধারণ মানুষ সেই অত্যাচার সহ্য করে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে কেন? দেশে যদি মানুষের ভোটের অধিকার দিতে হয়, তাহলে সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর