thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

দ্বিতীয় দিনেও মেট্রোরেলের টিকিটের দীর্ঘ লাইন

২০২২ ডিসেম্বর ৩০ ১১:৫২:৫৭
দ্বিতীয় দিনেও মেট্রোরেলের টিকিটের দীর্ঘ লাইন

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীতে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালুর দ্বিতীয় দিনেও শীতকে উপেক্ষা করে কুয়াশাচ্ছন্ন ভোর থেকে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে তাদের মধ্যে বেশির ভাগের প্রয়োজনের চেয়ে শখ পূরণই উদ্দেশ্য। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে উত্তরা ও আগারগাঁও উভয় মেট্রো স্টেশনেই এ চিত্র দেখা গেছে।

মিরপুরের বাসিন্দা আলম গণমাধ্যমকে বলেন, মেট্রোরেল দেখতে গতকাল এলেও টিকিট পাইনি। তাই আজকে আবার লাইনে অপেক্ষা করছি। কোনো প্রয়োজনে নয়, শখ পূরণের জন্যই এসেছেন।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিনয় দাস নামে বলেন, অফিস থাকার কারণে গতকাল (বৃহস্পতিবার) আসতে পারিনি। কিন্তু আজ ছুটি, তাই চলে এসেছি।
নিরাপত্তার দায়িত্বে থাকা কলিম উদ্দিন জানান, ‘আনন্দ নিয়ে দায়িত্ব পালন করছি। ভোর থেকে আনন্দ নিয়ে দায়িত্ব পালন করছি। এখানে দায়িত্ব পালনে নেই কোনো ক্লান্তি। সর্বসাধারণের জন্য খুলে দেয়ার প্রথম দিন বৃহস্পতিবার মেট্রোরেলে উঠেছেন তিনি।
প্রসঙ্গত, দেশের প্রথম মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিনে (বৃহস্পতিবার) ৩ হাজার ৮৫৭ জন যাত্রী যাতায়াত করেছেন। এ দিন আয় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর