thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

তত্ত্বাবধায়ক সরকারের দাবি ডেড ইস্যু - কাদের

২০২৩ জানুয়ারি ০৫ ১৪:১৫:০৫
তত্ত্বাবধায়ক সরকারের দাবি ডেড ইস্যু - কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব বলেন। এসময় বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপির হাঁকডাকে ঘোড়াও হাসে। তারা যদি শান্তিপূর্ণভাবে কিছু করে থাকে তাহলে তাদের শান্তিপূর্ণ অবস্থানকে স্বাগত জানাই।

তবে জানমালের ক্ষতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি ডেড ইস্যু উল্লেখ করে কাদের বলেন, এদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যার প্রমাণ বিগত কয়েকটি নির্বাচনে দেখা গেছে। নির্বাচন কমিশন দেশে স্বাধীনভাবে কাজ করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর